০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব তার ফেসবুকে পেজে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি ছবি পোস্ট করেন। এ সময় তিনি লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের প্রগতিশীল চিন্তার ধারক-বাহক, লেখক ও চিন্তাবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার অবদান জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে মারা যান বদরুদ্দীন উমর। তার বয়স হয়েছিল ৯৪ বছর। জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ অসুস্থ অবস্থায় বাসা থেকে স্পেশালাইজড হাসপাতালে আনার পর সকাল ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।...