বিসিবি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই আলোচনা বাড়ছে দুই সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালকে ঘিরে। সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলকে ‘নির্বাচন না করার হুমকি’ দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এ কারণে বিসিবি তার নিরাপত্তাও চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বুলবুলের প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল। আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে অজ্ঞাত ব্যক্তি আমিনুল ইসলাম বুলবুলকে ফোনে বলেছিলেন, ‘নির্বাচন না করলে হয় না?’ এ পরিস্থিতিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক তথা বর্তমান বোর্ড প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি বন্দুকধারী নিয়োগের জন্য বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রতি তামিম ইকবালের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আসলে এটা...