সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে এক খবরের স্ক্রিনশট শেয়ার করে ইমন বলেন, ‘অনেকে আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। এড়িয়ে গিয়েছি। তবে আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। তখন আর এড়িয়ে যেতে পারলাম না। বিনোদনের নামে কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো? ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা থাকলে এইভাবে খবরটা করা হত না। যারা করেছেন, তাদের ধিক্কার জানালাম।’ যোগ করে আরও বলেন, ‘নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা। অত্যন্ত বিরক্তিকর এবং লজ্জার বিষয়। আর কত নিচে নামবে?’ এদিকে, ইমনকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই স্বামী নীলাঞ্জন ঘোষের বিরুদ্ধে। শেষমেশ তিনিও মুখ খুলেছেন। স্থানীয় গণমাধ্যমে এই সুরকার বিরক্ত প্রকাশ করে বলেন, ‘ইমনকে নাকি মারধর করেছি! শুধুই মারধর নয়, ওকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছি। এ রকম...