পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||রাইজিংবিডি.কম পটুয়াখালীর বাউফলে হাত-পা ও মাথাবিহীন এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া নৌ ফাঁড়ি পুলিশ।আরো পড়ুন:ঝিনাইদহে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটকশিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১ মরদেহের পাশে একটি নীল রঙের প্যান্ট পাওয়া গেছে। পুলিশের ধারণা, নিহতের বয়স ৭ থেকে ৮ বছর হতে পারে। কালাইয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দেখে বোঝার উপায় ছিল না এটি মানুষের মরদেহ। পরে সুরতহাল প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া...