ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিনে ‘আনন্দময় ও নিরাপদ ক্যাম্পাস’ গড়ার শপথ নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীরা। রোববার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ শপথপাঠ অনুষ্ঠান আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে ডাকসু ও হল সংসদের দলীয় প্রার্থীদের শপথ পাঠ করান ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। ১) আমরা শপথ করছি যে, প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময়, বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিগত ফ্যাসিবাদী শাসনামলের ঘৃণিত গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য করানো এবং ভিন্নমতের জন্য অত্যাচার ও নিপীড়ন চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল, যেকোন মূল্যে আমাদের ক্যাম্পাসে তা আর কখনো ফিরে আসতে দেব না। (২) আমরা শপথ করছি যে, যেভাবে আমরা বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলের...