গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী শিশু হিন্দ রজবের হৃদয়বিদারক ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। এটি নানা দেশে প্রদর্শিত হয়ে প্রশংসা পেয়েছে। সেই ধারাবাহিকতায় ভেনিস চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান সিলভার লায়ন পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। এ ছবি পরিচালনা করেছেন ফরাসি-তিউনিসীয় চলচ্চিত্র নির্মাতা কুসারু বিন হানিয়া। চলচ্চিত্রটি উৎসবে প্রদর্শনের পর ব্যাপক আলোচনার জন্ম দেয়। ছবি ও এর টিমকে ২৩ মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানান দর্শকরা। ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এটি বিরল এক ঘটনা। ২০২৪ সালের ২৯ জানুয়ারি গাজায় ইসরায়েলি বিমান হামলায় মারা যায় হিন্দ রজব নামে পাঁচ বছর বয়সী এক শিশু। হামলার সময় সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একটি গাড়িতে ছিল। বেঁচে থাকা একমাত্র সদস্য হিসেবে রজব রেড ক্রিসেন্ট সোসাইটির সাহায্য চাইলে,...