পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তির পরিপ্রেক্ষিতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত ইশিবার পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে স্থানীয় সময় আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইশিবা সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। এর আগে গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে ইশিবার নেতৃত্বাধীন এলডিপি জোটের পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নিজ দলের মধ্যেই সমালোচনা শুরু হয়। অবশেষে চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। ঠিক এক বছর আগে জাপানের ক্ষমতায় আসেন শিগেরু ইশিবা। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের মুদ্রাস্ফীতি মোকাবিলা ও দলকে সংস্কার করার। এ সময়...