শীতকালে বরফে ঢাকা রাস্তা বা ফুটপাতে হাঁটতে গিয়ে হঠাৎ পিছলে পড়ে গেছেন—এমন অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। ছোটবেলা থেকে বইয়ে আমরা পড়ে এসেছি, বরফ পিচ্ছিল হয় কারণ চাপ বা ঘর্ষণের ফলে তার ওপর পানি তৈরি হয়। কিন্তু জানেন কি, এই ধারণা প্রায় ২০০ বছর ধরে ভুল ছিল?জার্মানির সারল্যান্ড ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী বরফের পিচ্ছিল হওয়ার প্রকৃত কারণ খুঁজে পেয়েছেন। আর সেটা একেবারেই নতুন ও চমকপ্রদ!ঘর্ষণ নয়, কাজ করছে ‘ডাইপোল’ নামের এক জাদুকরী বৈশিষ্ট্যগবেষণায় দেখা গেছে, বরফ পিচ্ছিল হয় মূলত এক ধরনের অণুর বৈদ্যুতিক গুণ বা ‘ডাইপোল’ বৈশিষ্ট্যের জন্য। অর্থাৎ, আমাদের জুতার তলা আর বরফের অণুর মধ্যে একধরনের বৈদ্যুতিক টানাপোড়েন হয়, আর সেখান থেকেই শুরু হয় মজার খেলা।রোববার চন্দ্রগ্রহণ, কীভাবে উপভোগ করবেন ?ডাইপোল মানে হলো—একটি অণুর ভেতরে যখন আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক...