টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের পর্দা উঠছে ৯ সেপ্টেম্বর। নিজেদের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে রোববার প্রথম বহরে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন দাসসহ একাধিক ক্রিকেটার, স্টাফরা। তার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাকের আলী অনিক।ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশকে খোঁচাই দিয়ে বসেন। তিনি বলেন, গতবার শেষ চারে খেলা বাংলাদেশ এবার গ্রুপ পর্বই পেরোতে পারবে না। ভারতীয় ক্রিকেটারের বিষয়টা কানে গেছে জাকের আলীরও। টাইগার এই ক্রিকেটার অবশ্য এসব কথাকে গুরুত্ব দিচ্ছেন না। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। আমরা সবাই বিশ্বাস করি, ও রকম (চ্যাম্পিয়ন) মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে...