•ইউসিসির ‘শিক্ষক’ আবিদুল, ফোকাসের ‘নিয়ন্ত্রণে’ সাদিক•দুই কোচিং থেকে তিন বছরে ভর্তি আট হাজার শিক্ষার্থী•ইংরেজি পড়ানো শামীমেরও রয়েছে ‘কোচিংকেন্দ্রিক’ ভোট•কোচিং সুবিধায় ভোট বেচবে না শিক্ষার্থীরা: সাবেক জিএস উত্তাপ ছড়ানো ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ আজ রোববার (৭ সেপ্টেম্বর)। ভোটগ্রহণের বাকি মাত্র একদিন। শেষ মুহূর্তে সামনে আসছে নানা সমীকরণ। একের পর প্রকাশ পাচ্ছে বিভিন্ন সংগঠনের প্রাক-নির্বাচনী জরিপ। তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রীদের ভোট বেশি পাবেন কে; কোন হলের ভোট কার পক্ষে যাবে; কার দিকে ঝুঁকবেন জগন্নাথ হলের বিপুলসংখ্যক ভোটার, এমন নানা প্রশ্নের ফাঁকে আলোচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘কোচিং ফ্যাক্টর’। নির্বাচনে ‘কোচিং ফ্যাক্টর’ সামনে আসছে ভিপি প্রার্থীদের জয়-পরাজয়ের সমীকরণ মেলাতে। ক্যাম্পাসজুড়ে এ নিয়ে রয়েছে আলোচনাও। কারণ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ইউসিসিতে...