ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। প্রথম দিকে তাকে নিয়ে তেমন আলোচনা না থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কারণে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। নির্বাচন সামনে রেখে বিভিন্ন সংগঠন যেসব জরিপ প্রকাশ করছে, তাতেও দ্বিতীয় অবস্থানে শামীমের নাম। এ নিয়ে বেশ ‘আত্মবিশ্বাসী’ স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম। রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি উল্লেখ করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘বেশিরভাগ (নিজেদের করা) পরিসংখ্যানেও দেখছি আমি দ্বিতীয়তে আছি। তার মানে বাকিটা আমার ভাই-বোনরাই ঠিক করবেন। Truth shall prevail (সত্যের জয় হবেই)। শামীমের এ ফেসবুক পোস্টের নিচে অনেকে ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকে আবার নেতিবাচক মন্তব্যও করেছেন। শাহাদাত হোসেন নামে ঢাবির এক শিক্ষার্থী শামীমকে উদ্দেশ্য করে লিখেন, ‘ভাই বামদের সঙ্গে আপনার যোগাযোগ না থাকলে আমি নিজেই আপনার প্রচারণা করতাম।’ শাহাদাতের এ মন্তব্যের...