তিনি বলেন, মামুনের অবস্থাও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শনিবার সে একটু করে হেঁটেছে। তবে খুলি প্রতিস্থাপন করতে কয়েক মাস সময় লাগতে পারে।গত ৩১ আগস্ট দুপুরে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে ইমতিয়াজ ও মামুন মাথায় গুরুতর জখম পান। রাতেই অস্ত্রোপচারের পর তাদের লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার বিকেল মামুনকে কেবিনে স্থানান্তর করা হয়। ইমতিয়াজ এখনও আইসিইউতে রয়েছে।গত ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকায় এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়। রাত সোয়া ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী আহত হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।অন্যদিকে স্থানীয়দের দাবি, তাদের ৩০ জনের মতো আহত হয়েছে। পরবর্তীতে ঘটনার তিনদিন পর মঙ্গলবার...