রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এটিই প্রথম এমন ঘটনা। দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, শনিবার রাতে রাশিয়া রাজধানী কিয়েভে ৮০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা একটি রেকর্ড সংখ্যা। এসব হামলার মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন মোট ৩৭টি স্থানে আঘাত হেনেছে। ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আটটি স্থানে পড়েছে। প্রধানমন্ত্রী সিরিদেনকো সোশ্যাল মিডিয়ায় লেখেন, মন্ত্রিসভা ভবনের ছাদ এবং উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও লেখেন, শত্রু প্রতিদিন দেশের মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করছে। তিনি উল্লেখ করেন,...