নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় এডো রাজ্যে বন্দুকধারীদের হামলায় আট নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে কয়েকজন প্রবাসী চীনা কর্মীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, পরে তাদের উদ্ধার করা সম্ভব হয়। শনিবার আধাসামরিক বাহিনী নাইজেরিয়া সিকিউরিটি এন্ড সিভিল ডিফেন্স কোর (এনএসসিডিসি) এর এক মুখপাত্র এসব কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ঘটনাটি ঘটেছে শুক্রবার। এদিন সন্দেহভাজন সশস্ত্র অপহরণকারীরা এনএসসিডিসির একটি গাড়িবহরে ও স্থানীয় বিইউএ সিমেন্টে কর্মরত প্রবাসী চীনা কর্মীদের ওপর হামলা চালায়। এনএসসিডিসির মুখপাত্র আফোলাবি বাবাওয়ালে জানান, অপহৃত চার চীনা কর্মীকে উদ্ধার করা হয়েছে কিন্তু অপর একজন...