ম্যাচ শুরু হওয়ার আগে আকাশ থেকে নেমে এলো প্রবল বৃষ্টি। স্টেডিয়ামের ছাদ নামিয়ে ম্যাচ শুরু করা হলেও বৃষ্টি থামার পর আরেক ঝড় দেখা গেল কোর্টে।ইউএস ওপেনের ফাইনালে এই ঝড় তুললেন আরিনা সাবালেঙ্কা। দুর্দান্ত খেলায় প্রথম সেট জিতে নেন সহজেই। দ্বিতীয় সেটে প্রতিপক্ষ আমান্দা আনিসিমোভা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য সাবালেঙ্কাকে থামানো যায়নি। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে ৬-৩, ৭-৬ (৩) গেমে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখলেন বিশ্বের এক নম্বর তারকা। এটি ছিল সাবালেঙ্কার গ্র্যান্ড স্ল্যাম আসরে শততম জয়। একই সঙ্গে কাঙ্ক্ষিত শিরোপা ঘরে তোলার আনন্দে তিনি রাঙালেন সেই মাইলফলক। গত ১১ বছরে সেরেনা উইলিয়ামসের পর তিনিই প্রথম খেলোয়াড়, যিনি টানা দুটি ইউএস ওপেন জিতলেন। চারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সবকটিই এসেছে হার্ড কোর্টে। যার মধ্যে দুটি ইউএস ওপেন ও...