পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। অবরোধে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেড়ার সিঅ্যান্ডবি মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই’; ‘পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়’; 'জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না'; 'গণদাবি অমান্য হলে গণআন্দোলন'; 'নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানবো না'; 'বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানব না' ইত্যাদি স্লোগান দেন। এ সময় অবরোধকারীরা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে...