চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন আরিনা সাবালেঙ্কা। তাই শিরোপানির্ধারণী নিয়ে ছিলেন অস্বস্তিতে। অবশেষে সবকিছু পেছনে ফেলে ২০২৫ সালে গ্র্যান্ড স্লামের দেখা পেলেন বেলারুশের ২৭ বছর বয়সী এই টেনিস তারকা। গতকাল রাতে ইউএস ওপেন নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়েছেন।গত বছর ফ্ল্যাশিং মিডোয় ট্রফি হাতে তোলা সাবালেঙ্কা এবার শীর্ষ বাছাই হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিলেন। টুর্নামেন্টজুড়ে ভালো খেলে জায়গা করে নেন ফাইনালে। তারপরও ট্রফি জেতা নিয়ে ছিলেন অস্বস্তিতে।যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আনিসিমোভাও তার লড়াইকে কঠিন করে তোলেন। তবে দ্বিতীয় গেম সরাসরি জিততে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জয় আদায় করে নেন সাবালেঙ্কা। জেতেন টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম।তৃতীয় ফাইনালে এসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর আগের দুই ফাইনালের ক্ষত...