ঢাকা: পাকিস্তানের বন্যাদুর্গত দক্ষিণ পাঞ্জাব প্রদেশে উদ্ধারকারীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং এক ডজনেরও বেশি যাত্রীকে উদ্ধার করতে হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরা।দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, মুলতান জেলায় তীব্র স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়, তবে বেশিরভাগ যাত্রীকে রক্ষা করা সম্ভব হয়েছে। পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদ জানান রবি, শতদ্রু এবং চেনাব নদীর বন্যায় ৪ হাজর ১০০ টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দুই মিলিয়ন বা ২০ লাখের বেশি মানুষ।১৫ লাখেরও বেশি প্রাণীর আশ্রয় নিশ্চিত করতে মানুষ ও গবাদি পশু উভয়কেই রক্ষা করার জন্য ৪২৩টি ত্রাণ শিবির, ৫১২টি চিকিৎসা কেন্দ্র এবং ৪৩২টি পশুচিকিৎসা পোস্ট স্থাপন করেছে কর্তৃপক্ষ। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, জুন...