ভেনিস চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতেছে জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ সিনেমাটি। এতে প্রাপ্তবয়স্ক সন্তানদের সঙ্গে তাদের বাবা-মায়ের সম্পর্কের গল্প বলেছেন জারমুশ । ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ সিনেমায় অভিনয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কেট ব্লানচেট, অ্যাডাম ড্রাইভার ও টম ওয়েটস। এ ছাড়া ভেনিস উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে আলোচিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। ‘সিলভার লায়ন’ জেতা এই সিনেমাটিতে গেল বছর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ছয় বছরের শিশু হিন্দ রজবের কথা উঠে এসেছে। এছাড়া সেরা পরিচালক হয়েছেন বেনি সাফদি; ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার জন্য এই পুরস্কার পান সাফদি। বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইতালির জিয়ানফ্রাঙ্কো রসির সাদা-কালো তথ্যচিত্র ‘বিলো দ্য ক্লাউডস’। ‘দ্য সান রাইজেস অন আস অল’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জিন ঝিলেই। আর...