ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের এক নারী প্রার্থীর ছবি দিয়ে নিজের লেখা বই 'মূর্তিভাঙ্গা প্রকল্প' এর একটি উদ্ধৃতি দেন। সেখানে তিনি লিখেন, 'পোশাকের স্বাধীনতা'- কথাটি বোরকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ বোরকা যিনি পরেন, তিনি স্বাধীন নন। তার চিন্তা পরাধীন, আচরণ পরাধীন, কল্পনা পরাধীন। চলাফেরা নিয়ন্ত্রিত। স্বাধীনভাবে পোশাক পছন্দ করার ক্ষমতা তার নেই। যেহেতু ধর্ম ও সমাজের ভয় তিনি কাটিয়ে উঠতে পারেন না, এবং ভীতির উর্ধ্বে ওঠার চেষ্টাও করেন না, তাই তার পছন্দের সীমা নির্ধারিত হয় ভয় দ্বারা।' যেসব নারীরা বোরকা পরিধান করে তারা স্বাধীন নয় এবং তাদের জীবন কলাবাদুড়ের জীবন বলে মন্তব্য করা লেখক মহিউদ্দিন মোহাম্মদ এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আবিদুল ইসলাম খানের জন্য ভোট চেয়েছেন। গতকাল রাতে মহিউদ্দিন মোহাম্মদ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে...