এবার চীনের ভূয়সী প্রশংসা করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রায় ৮০ বছর আগে জাতিসংঘ সনদে প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে চীন যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল, আজ সেই দেশটি জাতিসংঘের মূল উদ্দেশ্যগুলো বাস্তবায়নে একটি নেতৃস্থানীয় শক্তি হিসেবে ভূমিকা রাখছে।জাতিসংঘের ৮০ বছর পূর্তিকে কেন্দ্র করে ২০২৫ সালটিকে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে। ফলে জাতিসংঘের গঠন নিয়ে আবারও চীনের প্রভাবশালী ভূমিকার কথাগুলো সামনে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৬ জুন সান ফ্রান্সিসকোতে ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। চীন ছিল সেই প্রথম দেশ, যে ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করে বিশ্বের সামনে নতুন যুগের সূচনা ঘটায়। ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।...