০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পিএম যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি এপস্টিনের দুই সহযোগীর নাম গোপন রাখার জন্য একটি ফেডারেল বিচারকের কাছে আবেদন করেছে। এই দুই ব্যক্তি ২০১৮ সালে এপস্টিনের কাছ থেকে বড় অঙ্কের অর্থ পেয়েছিলেন। আদালতে আবেদন করা হয়েছে যে, এই দুইজন “অভিযুক্ত নয় এমন তৃতীয় পক্ষ” এবং তারা নাম প্রকাশে আপত্তি জানিয়েছেন। ২০১৮ সালের ৩০ নভেম্বর একজনকে ১,০০,০০০ ডলার এবং তিন দিন পরে অন্যজনকে ২,৫০,০০০ ডলার পাঠানো হয়েছিল। এই পেমেন্টগুলো আসে সেই সময়ে, যখন মিয়ামি হেরাল্ড পত্রিকা এপস্টিনের ২০০৮ সালের নন-প্রসিকিউশন চুক্তি সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করেছিল। নিউ ইয়র্কের প্রসিকিউটররা ২০১৯ সালে এপস্টিনকে যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তার করার পর এই অর্থপ্রাপ্তির তথ্য সামনে আনে। প্রসিকিউটররা তখন বলেছিলেন যে, পেমেন্টগুলো সম্ভবত সাক্ষীদের প্রভাবিত করার...