ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পৌরসদরে ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও গত দুইদিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত বিশ জনের মতো আহত হন। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন হলেন- উপজেলার গুনবহা ইউনিয়নের বাসিন্দা কাজী হাসান ফিরোজ (৬০), কামারগ্রামের বাসিন্দা আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক, (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪) প্রমুখ। পৌরসভার কামারগ্রাম মহল্লার বাসিন্দা এবং গণমাধ্যম কর্মী সুমন খান বলেন, "পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।...