যুক্তরাষ্ট্র তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-কে দেওয়া লাইসেন্স বাতিল করেছে, যার ফলে প্রতিষ্ঠানটি অবাধে চীনে উন্নত প্রযুক্তি রপ্তানি করতে পারবে না। খবর বিবিসি ও সাউথ চায়না মর্নিং পোস্টের। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্সের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। যার ফলে চীনে তাদের কারখানায় মার্কিন পণ্য সরবরাহ আরো কঠিন হয়ে পড়েছে।আরো পড়ুন:রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি ও সৌদি সেনা মোতায়েনের চিন্তাওয়াশিংটন ডিসিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি ও সৌদি সেনা মোতায়েনের চিন্তা মার্কিন সরকার এই পদক্ষেপের কারণ হিসেবে বলেছে, রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁক বন্ধ করা এবং মার্কিন কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক অসুবিধা থেকে রক্ষা করা। টিএসএমসি জানিয়েছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা চীনে তাদের কারখানার কার্যক্রম অব্যাহত রাখায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন সরকারের...