০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম ফেনীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আজ বুধবার ( ০৭.০৯.২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। জানাগেছে, ভোরে মহাসড়কের হাফেজিয়া নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো -ব ১২-০২৪১) দাঁড়িয়ে থাকা বালু ভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের চালক, সুপারভাইজারও সহকারী মারাত্বকভাবে আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন।নিহতরা হলেন, বাসের সুপারভাইজার রবিউল ইসলাম ও সহকারি মোহাম্মদ রফিক। মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত...