আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ট্যালি এমএসএমই অনার্স ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের উদীয়মান ও অনুপ্রেরণাদায়ক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্মানিত করা হয়।এ বছরের আয়োজনে বাংলাদেশ থেকে ১৫০০+ মনোনয়ন এবং বিশ্বব্যাপী ২০,০০০-এর বেশি মনোনয়ন জমা পড়ে। ঢাকায় আয়োজিত একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে পাঁচটি পৃথক ক্যাটাগরিতে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। ক্যাটাগরি গুলো হলো- বিজনেস মাস্ট্রো, ওয়ান্ডার ওম্যান, টেক ট্রান্সফর্মার, চ্যাম্পিয়ন অফ কজ, নিউজেন আইকন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য এবং আইসিএসবি-এর নির্বাহী সদস্য জনাব ফারুক আহমেদ পাঠওয়ারী।ট্যালি সলিউশনস-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইফতেখারুল আমীন বলেন, “এই সম্মাননা শুধু পুরস্কার নয়, এটি একটি কমিউনিটি তৈরি করার একটি প্ল্যাটফর্ম-যেখানে উদ্যোক্তারা একত্রিত হয়ে শেখেন, বেড়ে উঠেন...