চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নামাজরত অবস্থায় বিষাক্ত গোখরার ছোবলে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল বাহেরচর এলাকায় এই ঘটনা ঘটে। ফাতেমা বেগম মোহনপুর ইউনিয়নের চরাঞ্চল বাহেরচর গ্রামের বাসিন্দা আরিফুল মিয়াজির স্ত্রী। পরিবার জানায়, রাতে প্রতিদিনের মতো এশার নামাজ আদায় করছিলেন ফাতেমা বেগম। নামাজ শেষ করার সময় হঠাৎ একটি গোখরা সাপ তাঁর কোমরে ছোবল দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে নৌপথে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকার বাসিন্দা মুহাম্মদ ফয়জুল্লাহ জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঝোপ থেকে বিষাক্ত গোখরা সাপটিকে বের করে পিটিয়ে মেরে ফেলে। প্রায় ১০-১২ দিন আগে ফাতেমা বেগমের বসতঘরের ভেতর থেকে একটি গোখরা সাপ মারা হয়েছিল। এলাকাবাসীর...