ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৩ জন। রোববার (৭ সেপ্টম্বর) কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এক তরুণীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার রাতে রাশিয়ার এসব ড্রোন হামলায় কিয়েভের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায়। মেয়র ভিটালি ক্লিৎসকো বলেন, নিপ্রো নদীর পূর্ব তীরে দারনিৎস্কি এলাকায় ভূপাতিত রুশ ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে যায়। সেখানে উদ্ধার অভিযানকালে চিকিৎসাকর্মীদের ডাকা হয়। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্লিৎসকো আরও বলেন, এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ড্রোনের ধ্বংসাবশেষ...