আর একদিন পরই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। গত শুক্রবার থেকে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। শিরোপা ধরে রাখার অভিযানে মাঠে নামার আগে ক্রিকেটারদের অনুপ্রেরণাদায়ক বার্তা দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ড সিরিজের পর এটাই ভারতীয় ক্রিকেটারদের একসঙ্গে প্রথম অনুশীলন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক ভিডিওবার্তায় কোচের বার্তা তুলে ধরেন অল-রাউন্ডার শিবম দুবে। তিনি বলেন, ‘কোচ বলেছেন যে, যখনই দেশের হয়ে খেলবে, তখনই নতুন কিছু করার সুযোগ থাকবে। সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে হবে, ঠিকভাবে অনুশীলন করো এবং আরও ভালো ক্রিকেটার হয়ে ওঠো।’ গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর ভারতের হয়ে আর এই সংস্করণে খেলেননি জসপ্রিত বুমরা। এখানে আবার খেলতে মুখিয়ে আছেন ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার, ‘সত্যিই ভালো লাগছে।...