এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছে। আজ রবিবার দুই ধাপে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে গেছেন অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান ও শামীম হোসেন পাটোয়ারী। যাওয়ার আগে জাকের আলী জানিয়েছেন দলের প্রতিক্রিয়া। সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, বাংলাদেশ এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে। টাইগাররা অবশ্য এসব কথাকে গুরুত্ব দিচ্ছে না। দলের পক্ষ থেকে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের জাকের বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। আমরা সবাই বিশ্বাস করি, ও রকম (চ্যাম্পিয়ন) মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’ এশিয়া কাপের আগে বাংলাদেশ বেশ লম্বা অনুশীলনের সুযোগ পেয়েছে। আগস্টের শুরু থেকে দেশে ফিটনেস ও স্কিল অনুশীলন...