পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলার বাসিন্দারা রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন। অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই’, ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেন। তারা অভিযোগ করেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে আসন ভাগ করা হয়েছে, পাবনা-১-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। অবরোধে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল,...