এশিয়া কাপের শিরোপা জেতার সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল তিন তিন বার। কিন্তু একবার কাঙ্খিত সেই ট্রফি ছুঁতে পারেনি টিম টাইগার্স। তবে অতীতের সেসব হতাশা ভুলে এবার নতুন আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে লিটন কুমার দাসের দল।টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ খেলতে রোববার সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশের প্রথম বহর। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আরেক বহরে যাবেন বাকিরা।এশিয়া কাপ ২০২৫-এর আগে আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী অনিক। দেশ ছাড়ার আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল শুধুমাত্র অংশগ্রহণ করতে যাচ্ছে না, বরং চোখ রেখেছে শিরোপার দিকেই, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। দলের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আছে, যা ফলাফলে প্রভাব ফেলবে।’এবারের এশিয়া কাপে বাংলাদেশ খেলবে...