০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়েকে আন্তর্জাতিক মঞ্চে তুলে আনায় বিশ্ব জুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিস্মিত। রাজনীতির অচলনীয় প্রথা ভেঙে এত কম বয়সে কিম জং উনের মেয়েকে সম্ভাব্য উত্তরসূরী হিসেবে পরিচয় করানোর এই পদক্ষেপ নিয়ে নানা জল্পনা চলছে। এই ঘটনা উত্তর কোরিয়ার ভবিষ্যতের নেতৃত্ব এবং কিম পরিবারের কৌশলগত পরিকল্পনার দিকে তাকাতে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। কিম জং উনের একমাত্র মেয়ে জু-এ, যিনি মাত্র আনুমানিক ১২ বছর বয়সী, সম্প্রতি চীনের সফরে তার বাবার সঙ্গে গিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে মেয়েকে পরিচয় করানো কিম জং উনের একটি সংকেত—তিনি এই মেয়েকে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে প্রস্তুত করছেন। ২০২২ সালের শেষ দিক থেকে জু-এ বাবার সঙ্গে সামরিক কুচকাওয়াজ, অস্ত্র...