স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বহু বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি গ্রামে ফিরেছিলেন বাসিন্দারা। এর কিছুদিনের মধ্যেই এমন নৃশংস হামলার শিকার হলেন তারা।নিরাপত্তা সূত্রগুলো বলছে, এ হামলার নেতৃত্ব দিয়েছেন বোকো হারামের এক প্রভাবশালী কমান্ডার আলী নগুলদে। সেনাদের কাছে কয়েক দিন আগেই হামলার সতর্কবার্তা দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন পালিয়ে আসা গ্রামবাসী বাবাগানা মালা। কিন্তু অতিরিক্ত সেনা পাঠানো হয়নি।২০০৯ সাল থেকে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় রক্তক্ষয়ী লড়াই চালিয়ে আসছে বোকো হারাম। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত এবং ২০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন। ২০১৬ সালে সংগঠনটির একটি অংশ ভেঙে ‘আইএসডব্লিউএপি’ গড়ে ওঠে, যারা আইএসআইএলের ঘনিষ্ঠ সহযোগী।সূত্র: আল জাজিরানিউজজি/এসআর নিরাপত্তা সূত্রগুলো বলছে, এ হামলার নেতৃত্ব দিয়েছেন বোকো হারামের এক প্রভাবশালী কমান্ডার আলী নগুলদে। সেনাদের কাছে কয়েক দিন আগেই হামলার সতর্কবার্তা দেয়া হয়েছিল বলে...