কালজয়ী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে আজ সম্মাননা প্রদান করা হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে তার একক সংগীতানুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এ আয়োজন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকবে শিল্পকলা একাডেমি। ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের এ অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ৭টায় সাবিনা ইয়াসমিনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। অনুষ্ঠানে সাবিনাকে নিয়ে দেশবরেণ্য শিল্পীদের স্মৃতিচারণের পাশাপাশি নবীন জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালকদের পরিবেশনায় তার গান গাওয়া হবে। এরপর থাকবে শিল্পীর একক সংগীতানুষ্ঠান। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিল্পীর হাতে সম্মাননা তুলে দেবেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন অভিনেতা আফজাল হোসেন। বাংলা গানের গৌরব, কোকিলকণ্ঠী খ্যাত সাবিনা...