শনিবার (৬ সেপ্টেম্বর) ওভাল অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বন্ধু হিসেবে তিনি বেশ ভালো। প্রতিক্রিয়ায় ভারত প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট তার মন্তব্যের যথাযথ প্রতিদান দেন। এছাড়া ভারত এবং আমেরিকার মধ্যে খুবই ইতিবাচক বৈশ্বিক কৌশলগত অংশীদার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অবশ্য এর আগে নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, চীনের কূটনীতির কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। বেইজিং এর নতুন বিশ্ব ব্যবস্থায় নয়াদিল্লি ও মস্কোর সমর্থনে বিরক্তি প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পোস্টের পরই ভারতকে নিয়ে মন্তব্য করেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। বলেন, রাশিয়ার তেল কেনা...