পটুয়াখালী মহিপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও খাল ভরাটের অপরাধে বাদল সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেঙে বিনষ্ট করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল কয়েকদিন যাবৎ বেড়িবাঁধ সংলগ্ন একটি মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশে জোয়ার ভাটা প্রবাহমান খাল ও সংরক্ষিত বনের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছেন। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)...