ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ বা ‘স্বর্ণসিংহ’ জিতেছে প্রখ্যাত নির্মাতা জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। যেখানে ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ জিতেছেন বেনি সাফদি। আর গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন নির্ভর ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। বাংলাদেশ সময় শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরের পর্দা নেমেছে। গত ২৭ আগস্ট এই উৎসব শুরু হয়েছিল। অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট অভিনীত ফাদার মাদার সিস্টার ব্রাদার চলচ্চিত্রটি নির্মিত হয়েছে তিনটি ভিন্ন দেশের তিনটি গল্পে। ‘ফাদার’ অধ্যায়ের পটভূমি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ‘মাদার’-এর প্রেক্ষাপট ডাবলিন আর ‘সিস্টার ব্রাদার’ অধ্যায় প্যারিসে। সিনেমাটি মূলত প্রাপ্তবয়স্ক সন্তানদের সঙ্গে তাঁদের বাবা-মা ও একে অপরের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে কেট ব্লানচেট ছাড়াও অভিনয় করেছেন...