একাধিক প্রতিবেশী জানান, আসামি আতিয়া শারমিন মানসিকভাবে কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব এবং পারিবারিক কলহও চলছিল।নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারখবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাত্র দুই বছরের নিষ্পাপ শিশুর এভাবে হত্যার ঘটনায় পুরো জৈনপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, শনিবার আনুমানিক ভোর ৪টা থেকে রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল ৭টার মধ্যে শিশুটি খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।প্রাথমিকভাবে জানা গেছে, মা শারমিন নিজেই গলা কেটে তার সন্তানকে হত্যা করেছে। আমরা আসামিকে আটক করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।এ ঘটনায় অভিযুক্ত মা শারমিনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।...