যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার কিছু দেশ শিল্প রফতানি খাতে শুল্ক ছাড় পাবে। এর আওতায় থাকছে- নিকেল, স্বর্ণ ও অন্যান্য ধাতু, ওষুধের উপাদান এবং রাসায়নিক দ্রব্য। এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে ট্রাম্প এর আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সাত মাসে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে বড় ধরনের শুল্ক বৃদ্ধি করেন। তার মূল উদ্দেশ্য মার্কিন বাণিজ্য ঘাটতি কমানো এবং আলোচনায় অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায় করা। তবে তার সর্বশেষ আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রেসিপ্রোক্যাল’ বা পারস্পরিক চুক্তি করা মিত্র দেশগুলো ৪৫টিরও বেশি পণ্যে শূন্য শুল্ক সুবিধা পাবে। এসব চুক্তি সেকশন ২৩২ ন্যাশনাল সিকিউরিটি আইন অনুযায়ী ট্রাম্প আরোপিত শুল্ককেও প্রভাবিত করবে। হোয়াইট...