এশিয়া কাপ খেলতে রোববার বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর দেশ ছেড়েছে। এই বহরে সবমিলিয়ে ছিলেন ১৩ জন সদস্য। এরমধ্যে ক্রিকেটার জাকের আলি অনিকও রয়েছেন। সকাল সোয়া ১০টায় দেশ ছাড়ার আগে তিনি জানিয়েছেন, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ পর্যন্ত দলের প্রস্তুতি খুবই ভালো হয়েছে, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার। সন্ধ্যা সাড়ে সাতটায় পরের ধাপের ক্রিকেটাররা উড়াল দেবেন আমিরাতের উদ্দেশে। সোমবার থেকে আবুধাবিতে শুরু হবে তাদের অনুশীলন। এর আগেও আগস্টের শুরু থেকে দেশে ফিটনেস ও স্কিল অনুশীলন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজেও তারা জয় পান ২-০ ব্যবধানে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টুয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে উইকেটরক্ষ-ব্যাটার জাকের বলেছেন,‘আমাদের...