বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তাদের আয় প্রতিবছরই বাড়ছে। ক্রিকেট বিশ্বের ওপর ভারতের যে প্রভাব, এর পেছনে মূল ভূমিকা রাখছে বোর্ডের বিশাল কোষাগার ও আইসিসিকে দেওয়া বিপুল অর্থ। বিনিয়োগ, স্পন্সর, সফর আর টিভি সত্ত্ব মিলিয়ে ক্রমেই শক্তিশালী হচ্ছে বিসিসিআইয়ের অর্থভান্ডার। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে বিসিসিআই ২০,১৮৫ কোটি রুপি আয় করেছে। ২০১৯ সালে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে টাকা দেওয়ার আগে বোর্ডের কোষাগারে ছিল ৬,০৫৯ কোটি রুপি। আর সর্বশেষ অর্থবছরের শেষে সেই পরিমাণ দাঁড়িয়েছে ২০,৬৮৬ কোটি রুপিতে। অর্থাৎ এই সময়ে আয় বেড়েছে ১৪,৬২৭ কোটি রুপি। আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সর্বশেষ আর্থিক হিসাব প্রকাশ করা হবে। তবে ইতোমধ্যেই জানা গেছে, বোর্ড নিয়মিতভাবেই আয়কর দিচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে বিসিসিআই আয়কর বাবদ ৩,১৫০ কোটি রুপি সংরক্ষণ...