প্যালেস্টাইন অ্যাকশন নামক একটি সংগঠকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে সরকারবিরোধী এক বিক্ষোভ থেকে ৪২৫-এর বেশি লোককে আটক করেছে লন্ডন পুলিশ। এর আগে প্যালেস্টাইন অ্যাকশন নামক সংগঠনের প্রতি সমর্থন জানাতে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে একত্রিত হয়েছিল শত শত মানুষ। বিবিসি নিউজ বলছে, যুক্তরাজ্য সরকার গত জুলাই মাসে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে এখন এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা রাখা বা প্রকাশ্যে সমর্থন জানানো একটি অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি হতে পারে ১৪ বছরের কারাদণ্ড। বিক্ষোভকারীরা আন্দোলনে হাতে নানা পোস্টার ও প্ল্যাকার্ড ধরে ছিলেন, যেখানে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন এবং গাজায় গণহত্যার বিরোধিতা সংক্রান্ত বার্তা লেখা ছিল।লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অধিকাংশ ব্যক্তিকে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার কারণে আটক করা হয়েছে। তাছাড়া ২৫ জনেরও বেশি মানুষকে পুলিশকে আক্রমণ এবং...