মাত্র ১৭ বছর বয়সেই চলচ্চিত্রে গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সরোজ মুখোপাধ্যায়ের ‘অভিমান’ সিনেমায় তার লেখা প্রথম গান প্রকাশ হয়। এরপর ধীরে ধীরে তিনি ইতিহাস গড়েছেন গানের ভুবনে। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী মান্না দে’র সঙ্গে তিনি জুটি বেঁধে বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এক সময় মান্না দে-পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন তুমুল জনপ্রিয় জুটি। মান্না দে’র গাওয়া প্রেমের গানগুলোর মধ্যে সিংহভাগই পুলকের রচিত।বর্ণাঢ্য ক্যারিয়ারে পুলক বন্দ্যোপাধ্যায় চার হাজারের বেশি গান লিখেছেন। তার লেখা ও সুরে গান গেয়ছেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, গীতা দত্ত, লতা মঙ্গেশকর, আশা ভোশলে, হৈমন্তী শুকলা, শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা, আরতী মুখোপাধ্যায়সহ অনেক বিখ্যাত শিল্পী। সেসব গান এখনো শ্রোতাদের মনে জায়গা দখল করে আছে। আর থেকে যাবে যুগ যুগ ধরে।অভিমান বুকে বেঁধে নিজের হাতেই নিজের জীবন শেষ করে দিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়।...