০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম ميلاد আর مولد শব্দদ্বয় আভিধানিক দিক দিয়ে সমার্থবোধক। এর অর্থ জন্ম, জন্মস্থান ও জন্মকাল। আর মুস্তফা হচ্ছে নিখিলের সুন্দরতম সৃষ্টি, নবীকূলের সরদার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম গুণবাচক নাম, যার অর্থ হলো নির্বাচিত। সুতরাং উভয় শব্দ মিলে অর্থ দাঁড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম। আর ব্যবহারিক দিক দিয়ে মীলাদে মুস্তফা বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, জন্মকালীন সময়ে সংঘটিত অলৌকিক ঘটনাবলি বর্ণনা করা, তাঁর জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশ করা, মাহফিলের আয়োজন করা, রোযা রাখা, তাঁর মহান জিন্দেগীর বিভিন্ন দিক তুলে ধরা, তাবাররুক বিতরণ করা, নবীজির শানে না’ত বা কাসীদা পাঠ করা, দান-খয়রাত করা, দরূদ শরীফ পড়া, কুরআন শরীফ...