০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পিএম সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী গত বছরের কোরবানি ঈদের আগে তাদের ছেলের ১৫ লাখ টাকায় ছাগল কেনার ঘটনার পর থেকেই আলোচনায় আসেন। ২৪ এর গণ-অভ্যুত্থানের পর মতিউর রহমান ও তাঁর স্ত্রী আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার করে। কিন্তু, এই দুর্নীতিবাজ মতিউর আবার নতুন করে আলোচনায় প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের এর সম্প্রতি প্রকাশিত এক গোপন সিসিটিভি ভিডিও থেকে। সম্প্রতি এই সাংবাদিক তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশের পাশাপাশি ক্যাপশন জুড়ে দিয়ে লিখেন, ‘গতমাসের ১২ তারিখ (১২ আগষ্ট,২০২৫) এই মতিউরকে কিশোরগঞ্জ কারাগার হতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুর্নীতির মামলা শুনানির জন্যে নেয়া হয়। শুনানি...