বাংলাদেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট সৃষ্টির মূল কারিগর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতির আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ দেশকে নেতৃত্ব দিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ৬ দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এমনকি চব্বিশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সূতিকাগার দেশের ঐতিহ্যবাহী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব। একসময় দেশের জাতীয় নির্বাচনের পর ডাকসু নির্বাচন সবার নজরদারিতে ছিল। ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ওপর প্রভাব ফেলে। ২০১৯ সালের পূর্বে প্রায় তিন দশক আগে ১৯৯০ সালে স্বৈরাচার শাসন আমলেও একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডাকসু গঠন করা হয়। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমান উল্লাহ আমান-খায়রুল কবির খোকনের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিজয় লাভ করে। সেই নির্বাচনের পরপরই ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী...