মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় দেশটিতে অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) বাণিজ্যমন্ত্রীদের সম্মেলন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন। ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, আগামী অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) বাণিজ্যমন্ত্রীদের সম্মেলন হওয়ার কথা। সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। গত মাসে এক ফোনালাপে শি ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। পাল্টা আমন্ত্রণ জানান ট্রাম্পও, যদিও তারিখ নির্ধারিত হয়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া সফরের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা ও...