হিমালয়ের ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরতুলাইন বালুচ। গত ৪ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের দিওসাই ন্যাশনাল পার্কে এ ঘটনা ঘটে। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গায়িকা কুরতুলাইন বালুচ ‘কিউবি’ নামেও পরিচিত। গত বৃহস্পতিবার রাতে দিওসাই ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করার সময় বিরল প্রজাতির ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হন এই গায়িকা। এ ঘটনার পর কর্তৃপক্ষ দিওসাই এলাকায় ক্যাম্পিং নিষিদ্ধ ঘোষণা করেছে।আরো পড়ুন:৯৯টি বাড়ি তৈরির কারণ জানালেন গায়ক মিকারুদ্ধশ্বাস ম্যাচে অল্পের জন্য বাঁচল আফগানিস্তান একটি গানের চিত্রগ্রহণের জন্য দুই সঙ্গীকে নিয়ে বারা পানি এলাকায় ক্যাম্পিং করছিলেন কিউবি। এমন সময় ভাল্লুকটি আক্রমণ করে তার উভয় হাতে কামড় ও নখের আঁচড় দেয়। তবে তার ক্যামেরাম্যান ও অপর সঙ্গী অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন গিলগিট-বালতিস্তান (জিবি) পুলিশের মুখপাত্র গুলাম মুহাম্মদ। গায়িকার চিৎকারে ভাল্লুকটি পিছিয়ে যায় এবং...