প্রস্তুতি পর্ব যখন চলছে, সেই সপ্তাহ তিনেক আগেই কথাটি একবার বলেছিলেন জাকের আলি। দেশ ছাড়ার আগেও তার কণ্ঠে সেই প্রত্যয়। একই স্বপ্ন হৃদয়ে ধারণ করে উড়াল দিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাসও। তিনবার ফাইনালে হারার যন্ত্রণাময় অতীতকে পেছনে ফেলে এশিয়া কাপে এবার শিরোপার সাফল্যে নিজেদের রাঙাতে চায় বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে লড়তে রোববার দুই ধাপে আবু ধাবিতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম ধাপে সকালে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন কুমার দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়সহ বেশ কজন। বাকিদের যাওয়ার কথা সন্ধ্যার ফ্লাইটে। এশিয়া কাপের জন্য এক মাস আগে শুরু হয়েছিল বাংলাদেশ দলের প্রস্তুতিপর্ব। শুরুতে কিছুদিন ছিল কঠোর ফিটনেস ট্রেনিং। এরপর শুরু হয় ব্যাট-বলের স্কিল ঝালাই। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কিছুদিন...